অনলাইনে আয়, লেখাটি দেখলে সবারই দেখতে ইচ্ছে হয়। বিভিন্ন ফোরামে ঢুকলে অথবা ইন্টারনেটে বিভিন্ন সাইটে প্রবেশ করলেই দেখা যায় শত শত হাজার হাজার ডলার আর ধরতে গেলে দেখা যায় কিছুই নাই। কোন কোন টা কাজের সাথে অভিজ্ঞতা মিলে না আবার কোন কোন টা কাজ করলেও টাকা ঘরে আনার নিশ্চয়তা থাকে না।
আবার, অনলাইনে আয় করার জন্য সাহায্যকারী পোস্ট দিলে দেখা যায় ১৫১ বার পঠিত ০ অথবা ১ টি মন্তব্য। তার মানে কেউ কোন মন্তব্য করে নাই। আর যদি কেউ মন্তব্য করে তাহলে মন্তব্যটি হবে এরকম- “আমিও চেষ্টা করছি। ব্লগার ভাইয়েরা সাহায্য করলে উপকৃত হব”। অথবা এরকম মন্তব্য হতে পারে যে- “আমার প্রতিষ্ঠানে এসে ট্রেনিং নিন আর আয় করুন” কন্টাক্ট নম্বর সহ থাকে। কিন্তু আসলে বিনা টাকায় কেউ আয় করার কোন পথ দেখিয়ে দেয় না। তাই বলে অনলাইনে কেউ আয় করে না এরকম কিন্তু নয়। অনেকেই তা করে থাকে।
তবে, অনেক ব্লগার ভাইরা তাদের মুল্যবান লেখা পোস্ট করে কোন শর্ত ছাড়াই। তাদের জন্য ধন্যবাদ
অনলাইনে আয় করার জন্য সাহায্যকারী পোস্ট পড়ে আয় করা খুব কঠিন ব্যাপার, কারণ প্রত্যক্ষ সাহায্য ছাড়া সফল হওয়া কঠিন হয়ে পড়ে। তার মূল কারণ হল ব্লগে পড়া বিষয় গুলোর সাথে অনেক বিষয় মিলে না।
যাহোক, আমি একটা কাজের সন্ধান দিতে পারি, যদি কেউ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। কাজটি হল ক্যাপচ্যা এন্টি। অনেকেই হয়তোবা এই কাজ করেছেন। কাজটি খুব সহজ তাই এর মূল্য কম। আমি প্রতি হাজারে ৫৫ টাকা দিই। মুলত এটা রাতের কাজ। রাতে সারভার ফাস্ট থাকে। তবে কিছু কিছু প্রজেক্ট আছে যা দিনে খুব speedy পাওয়া যায়।
বি: দ্র: যারা দিনে কাজ করতে চান তারা করতে পারেন। খুব speedy data পাবেন। আমার আগের ব্লগের ওপর ভিত্তি করে অনেকে দিনে কাজ করতে চেয়েছিলেন পারেননি, তাদের জন্য সুখবর তারাও পারবেন।
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment