Saturday, August 6, 2016

ইন্টারনেট এবং ওয়েব সম্পর্কিত কিছু তথ্যকণিকা


11পৃথিবীর যেকোন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ তৈরি করার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এটি তথ্য প্রকাশ প্রচার এবং তথ্য ব্যাবহারকারীর সাথে সরাসরি যুক্ত হওয়ার অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত। বর্তমান আধুনিক বিশ্ব ইন্টারনেট আমাদের জীবনের সাথে গভীরভাবে যুক্ত হয়ে গেছে। ব্যবস্যা-বানিজ্য, ব্যাংকিং থেকে শুরু করে ,নিউজ পেপার, শিক্ষা, খেলাধুলা এমন কোন বিষয় নেই যে তার সাথে ইন্টারনেটের কোন সম্পৃক্ততা নেই। বর্তমানকালে অনেকেই ইন্টারনেটের গড় গতি হিসেব করে তুলনা করে থাকেন কোন দেশ কত উন্নত। তাহলে আসুন ইন্টারনেট সম্পর্কিত কিছু তথ্যকণিকা জেনে নেয়া যাক।



ব্লগ সম্পর্কে ঃ বাংলাদেশ কে একটি কম্পিটার সাক্ষর যুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ।আইটি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে আমরা সবসময় আপনার পাশেই আছি।সাথে থাকার জন্য ধন্যবাদ। IT RELATED যেকোনো সমস্যায় COMMENT অথবা INBOX করুণ। 
এখানে ঃ হাসান

No comments:

Post a Comment